আমাদের দান কতটা শক্তিশালী, হাদিসে কুদ্সীর আলোকে।


 


মহান আল্লাহ্ তা'আলা যখন যমীন সৃষ্টি করলেন, তখন তা দুলতে লাগল। অতঃপর তিনি পাহাড়সমূহ সৃষ্টি করলেন এবং এগুলোকে যমীনের উপর স্থাপন করলেন, তারপর দুনিয়া স্থির হলো । তখন ফেরেশতাগণ পাহাড়ের সৃষ্টি দেখে অবাক হলো এবং আবেদন করল, “ হে, প্রতিপালক! আপনার সৃষ্টির ভেতরে এ পাহাড়াগুলোর চেয়ে বেশি শক্ত কোন বস্তু আছে কি?” তিনি বললেন, “হ্যাঁ, লোহা” তখন তারা বলল, “ হে প্রতিপালক! আপনার সৃষ্টির ভেতরে লোহার চেয়ে অধিকতর শক্ত কোন বস্তু আছে কি?” তিনি বললেন, “হ্যাঁ, আগুন।” আবার তারা বলল, “ হে প্রতিপালক! আপনার সৃষ্টির ভেতরে আগুনের চেয়ে শক্ত কোন বস্তু আছে কি? তিনি বললেন, “হ্যাঁ, পানি।” তারা আবার জিজ্ঞাসা করল, “ হে প্ৰিয় প্রভু! আপনার সৃষ্টির ভেতরে পানি হতে বেশি শক্ত কোন বস্তু আছে কি?” তিনি বললেন, “হ্যাঁ, বাতাস।” তারা জিজ্ঞাসা করল, “ হে প্রতিপালক! আপনার সৃষ্টির ভিতরে বাতাসের চেয়ে শক্ত কোন বস্তু আছে কি?" তিনি বললেন, “হ্যাঁ, তা হলো বনী আদমের দান খয়রাত, যা সে ডান হাতে দান করে এবং বাম হাত থেকে তা গোপন রাখে।” ইমাম আহমদ ও তিরমিযী আলোচ্য হাদীসখানা হযরত আনাস (রা)-এর সূত্রে রেওয়ায়েত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ