চরিত্র সম্পর্কে জ্ঞানী জনের উক্তি

 



হযরত ফুযাইল ইবনে আইয়ায (রঃ) বলেছেন, “চরিত্রহীন আলেমের সংসর্গ অপেক্ষা চরিত্রবান দুনিয়াদার ব্যক্তিবর্গের সংসর্গ আমার নিকট অধিক পছন্দনীয়।” একদা পথিমধ্যে চরিত্রহীন এক ব্যক্তির সাথে হযরত আবদুল্লাহ্ ইবনে মুবারকের সাক্ষাৎ হয়েছিল । কিছুক্ষণ উভয়ে একসঙ্গে পথ চলার পর চরিত্রহীন লোকটি তাঁর সঙ্গ ত্যাগ করে অন্য পথে চলে গেলে হযরত আবদুল্লাহ্ ইবনে মুবারক কান্না করতে লাগলেন। লোকেরা তাঁকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, “ঐ বেচারা কিছুক্ষণ আমার সংসর্গে থাকার পর চলে গেল বটে, কিন্তু তার চরিত্রহীনতা তার সঙ্গেই রয়ে গেল। তার চরিত্রের কিছু সংশোধন বা উন্নতি হলো না।” হযরত কাতানী (রঃ) বলেছেন, “নৈতিক চরিত্রের উন্নতি সাধনই তাসাওউফের আসল উদ্দেশ্য। অতএব, যার চরিত্র যত উন্নত, সে তত উচ্চদরের সূফী।” হযরত ইয়াহ্ইয়া ইবনে মোয়ায (রঃ) বলেছেন, “চরিত্রহীনতা এত বড় গুরুতর পাপ যে, কোন এবাদতই সে পাপ খণ্ডন করতে পারে না। পক্ষান্তরে সৎস্বভাব এবং চরিত্রের উন্নতি সাধন এত বড় ইবাদতের মধ্যে গণ্য যে, কোন প্রকারের পাপই সে ইবাদতের কোন ক্ষতি করতে পারে না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ