নামাজের নিষিদ্ধ সময় বিষয়ে জ্ঞাতব্য

নামাজের নিষিদ্ধ সময়  বিষয়ে জ্ঞাতব্য

ইসলামী শরীয়তে তিনটি সময়ে নামাজ আদায় নিষিদ্ধ, আসর ও সূর্যাস্তের ব্যাতিক্রম সহ নিষিদ্ধ সময় নির্ণায়নের পদ্ধতি ও মাসআলা নিম্নে তুলে ধরা হলো।

(১) সূর্যোদয়ের সময় :

 সূর্য ওঠা শুরু করার সময় থেকে পরিপূর্ণ ভাবে উদয় হওয়া শেষ হওয়া পর্যন্ত। অ্যাপসে এই নিষিদ্ধ সময়ের ব্যাপ্তিকাল ১৫ মিনিট দেখানো হয়েছে।

(২)দ্বীপহর বা মধ্যাহ্নের সময়:

এই সময়টি জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে তিন মিনিট, কিন্তু বাড়তি সতর্কতার জন্য আরো কিছু সময় ছেড়ে দেওয়া ভালো। 

(৩) সূর্যাস্তের সময়: 

সূর্য অস্ত যাওয়া শুরুর সময় থেকে পরিপূর্ণ ভাবে অস্তমিত হওয়া পর্যন্ত, অ্যাপসে এই নিষিদ্ধ সময়ের ব্যাপ্তিকাল ১৫ মিনিট দেখানো হয়েছে।

কোনো কারণবশতঃ ওই দিনের আসরের নামাজ পড়া না হয়ে থাকলে, সূর্যাস্তের নিষিদ্ধ সময়ের মধ্যে কেবলমাত্র ঐদিনের আসরের নামাজ টাই পড়া যাবে,  তাই অ্যাপসে সূর্যাস্তের নিষিদ্ধ সময়কে আসরের ওয়াক্ত হিসেবে দেখানো হয়েছে, কিন্তু নামাজ এভাবে দেরি করে পড়া মোটেও উচিত নয়। 

নিষিদ্ধ সময়ের ব্যাপারে বিস্তারিত জানতে অ্যাপসের দ্রষ্টব্য পেজটি ফলো করুন 

প্রসঙ্গ উল্লেখ্য - বিগত দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের নিষিদ্ধ সময় ২৩ মিনিট ধরা হতো, কিন্তু বর্তমান যুগে আধুনিক ও বৈজ্ঞানিক গবেষণার পর আলেমগণ ফতোয়া দিয়েছেন যে এই সময়ের ব্যাপ্তি কোনো ভাবে ১৫ মিনিটের বেশি নয়,   তাই  আমাদের অ্যাপসে নিষিদ্ধ সময় ২৩ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট দেখানো হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ