হিদায়াত ও সাহায্য চাওয়ার বিশেষ দোয়া [১:১-৭]


بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 


পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে


বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম






اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏ 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।


আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।






اَلرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ‏ 


দয়াময়, পরম দয়ালু,


আররাহমা-নির রাহি-ম






مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ 


বিচার দিবসের মালিক।


মা-লিকি ইয়াওমিদ্দি-ন






اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ 


আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই।


ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন






اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ‏ 


আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।


ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম






صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ‏غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ 


তাদের পথ, যাদেরকে নিয়ামত দিয়েছেন। যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।


সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।




সূরা আল-ফাতিহা - ১:১-৭



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ